আবু বক্কর ছিদ্দিক,মহেশখালী ঃ
কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল আলম বদন আর নেই , বিভিন্ন মহলের শোক
আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার সাবেক মেম্বার মরহুম আবদু শুক্কুর এর সু-যোগ্য পুত্র বর্তমান কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনুছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জহিরুল আলম বদন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি…………. রাজিউন । ইউনুছখালীর বিভিন্ন লোকের সাথে কথা বলে জানা যায় , ১৬ নভেম্বর শনিবার সকাল ৯ টার সময় ইউনুছখালীস্থ দলীয় কার্যালয়ে ওয়ার্ড় আওয়ামীলীগের ফরম বিতরণ করেন । এ সময় স্থানীয় ৩নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলামের সাথে স্থানীয় কিছু আওয়ামীলীগ নেতা-কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে তারা উভয়ের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা । এই খবরটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল আলম বদন এর কানে গেলে তাতে দুঃখ প্রকাশ করে বিষয়টি নিয়ে তিনি টেনশন ভোগ করলে হঠাৎ স্ট্রোক করেন । এসময় তাকে দ্রুত চকরিয়া জমজম হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । এদিকে কালারমারছড়া ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদকের অকাল মৃত্যুতে পুরো ইউনিয়ন জুড়ে শোকের ছাঁয়া নেমে আসে । তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ জানিয়েছেন । কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন জহিরুল আলম বদনের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক । কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা , মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার রুহুল আমিন , কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার বশির আহমদ , কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলাম কুদ্দুছ চৌধুরী , কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ , উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হাসান বশির , আওয়ামীলীগ নেতা আলহাজ্ব বদরুল আলম আনচারী , উপজেলা আওয়ামীলীগের সদস্য ছরওয়ার আজিম সহ বিভিন্ন মহল শোক প্রকাশ জানিয়েছেন । মরহুম জহিরুল আলম বদনের নামাজে জানাযা আগামীকাল ১৭ নভেম্বর রবিবার সকাল ১০ ঘটিকার সময় ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে তাহার অনুষ্টিত হবে ।