|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটি কাপ্তাইস্থ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি স্পীলওয়ে ৬ ইঞ্চে করে রোববার (২৫ আগষ্ট) সকালে খুলে দেয়া হবে। শনিবার দিনগত রাত ১০ টায় পানি ছাড়ার কথা থাকলেও স্পীলওয়ে খোলার সীদ্ধান্তে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের শনিবার (২৪ আগষ্ট) দিনগত রাত পৌনে ১১ টায় এ তথ্য নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, রোববার (২৫ আগষ্ট) সকালে প্রাথমিকভাবে ১৬টি স্পীলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেয়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অনুৎপাদন ব্যয়ে যাবে। যদি প্রয়োজন দেখা দেয় ৪/৫ ঘন্টা পর স্পীলওয়েগুলো ১ ফুট খুলে দেয়া হবে। ১ ফুট পানি নিস্কাশন করা হলে, প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি অনুৎপাদন ব্যয় হিসেবে গণ্য।
বর্তমান বিদ্যুৎ কেন্দ্রটি মোট উৎপাদন ২০ মেগাওয়াট। প্রকল্প বাঁধের ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। হ্রদে পানির স্তর ১০৮ এমএসএল।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক আরও বলেন, বাঁধের নিরাপত্তায় ১৬ টি স্পীলওয়ে ১ ফুট করে খুলে দিয়ে হ্রদের পানি নিস্কাশন করলে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়াস্থ গুমাই বিল তলিয়ে যাবে। এছাড়া চট্টগ্রাম জেলার আর কোন ক্ষতি হবে না।