ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় ষড়যন্ত্রের শিকার ভূক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ এডিটর
১০ নভেম্বর ২০১৯, ৭:৪৭ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ

স্কুল-কলেজ পড়ুয়া কন্যাদের ইভটিজিং, অপবাদ, অপপ্রচার, মিথ্যা অভিযোগ, ষড়যন্ত্র ও হয়রানীর শিকার হয়ে এক ভূক্তভোগি পরিবার ১০ নভেম্বর, রোববার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলণ করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযুক্ত লাল মিয়া, তার স্ত্রী মিনারা আক্তার ও মেয়ের জামাই এবং এলাকার বখাটে ছফুর উদ্দিনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি, ইভটিজিংসহ নানা অপরাধের অভিযোগ করে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে প্রতিকার চেয়েছেন।

উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দড়িমেরুন গ্রামের মৃত: অরেছ আলী মোল্লার পুত্র আঃ রহিম ওরফে কাজল মোল্লা তার পরিবারের সদস্যদের নিয়ে কাপাসিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত অভিযোগে বলেন, চাকুরী সুবাদে তিনি দীর্ঘদিন যাবত কর্মস্থলে থাকেন। কন্যাদের পড়ালেখা ও পরিবারের প্রয়োজনে মাঝে মধ্যে ছুটিতে তিনি বাড়ি আসেন। তার আপন বড়ভাই লাল মিয়ার মেয়ের জামাই ওমায়ের শশুড়বাড়িতে থাকে এবং সঙ্গবদ্ধভাবে মোটরসাইকেল চুরিসহ নানা অপকর্ম করে বেড়ায়। এনিয়ে কয়েকদফা দেনদরবার, জরিমানা আদায় ও মানসম্মানহানির ঘটনাও ঘটেছে। কাজল মোল্লা জামাইয়ের এধরনের কর্মকান্ডের প্রতিবাদ করায় ভাই লাল মিয়া, তার স্ত্রী মিনারা আক্তার তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এলাকার বখাটে ছফুর উদ্দিনকে তার কন্যাদের উপর লেলিয়ে দিয়েছে। ওই বখাটে প্রতিনিয়ত তাদের স্কুল-কলেজে যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে উত্যক্ত করে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারো নেই বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া কাজল মোল্লার বিরুদ্ধে তার বড়ভাইয়ের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর তারিখে নানা অভিযোগ এনে পুলিশের ডিআইজি, ঢাকা রেঞ্জ অফিসে লিখিত অভিযোগ করেন। পরে তা গাজীপুর পুলিশ সুপারের মাধ্যমে এএসপি সার্কেল (কালীগঞ্জ) ও কাপাসিয়া থানা পুলিশ সরেজমিনে তদন্ত করেন। তদন্ত শেষে বাদীর আনিত অভিযোগের কোন ভিত্তি ও স্বাক্ষ্য প্রমান পাওয়া যায়নি বলে গত ৬ নভেম্বর তারিখে পুলিশ সুপার বরাবর প্রতিবেদন দাখিল করেন। ভূমি মন্ত্রণালয়ের অধিনে জরিপ বিভাগে চাকুরিরত আঃ রহিম ওরফে কাজল মোল্লা তার পরিবারের সার্বিক নিরাপত্তা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবী জানিয়েছেন। এসময় অন্যান্যের মাঝে কাজল মোল্লার স্ত্রী জোহরা আক্তার কলি, বোন হাসনারার স্বামী নাজিম উদ্দিন, প্রতিবেশী নুরুল ইসলামসহ বেশ কয়েকজন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এব্যাপারে অভিযুক্ত মিনারা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, গত ২/৩ মাস আগে থেকে পরিবারের কিছু জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে নানা বিষয় নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ চলছে। তাদের বিরুদ্ধে কাজল মোল্লার আনিত অভিযোগ এড়িয়ে গিয়ে পারিবারিক ঝামেলার কথা তিনি বলেন।

130 Views

আরও পড়ুন

সন্ত্রাসীদের গোলাগুলিতে সাজেকে আটকা পড়া প্রায় সাড়ে ৪ শ পর্যটক নিরাপদে ফিরে গেছে

আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

দুর্নীতি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় হুমকির শিকার রাবি শিক্ষার্থী ও কলাম লেখক কাজী আশফিক রাসেল

সোশ্যাল মিডিয়ায়
রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে যা জানা গেল

শিক্ষক বাতায়নে দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হলেন বোয়ালখালীর শিক্ষক ফারুক ইসলাম

শিক্ষক বাতায়নে দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হলেন বোয়ালখালীর শিক্ষক ফারুক ইসলাম

আমীরে জামাতের আগমন উপলক্ষে মাধবপুরে জামায়াতে প্রস্তুতি সভা

চা শ্রমিকের বেশে চমকে দিলেন দুই অধিনায়ক

চকরিয়ায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

শান্তিগঞ্জে প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ইউপি সদস্য রুশন আলী গ্রেফতার

শান্তিগঞ্জ থানার উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত