কাপাসিয়া(গাজীপুর)থেকে শামসুল হুদা লিটনঃ
শিক্ষক ঐক্য পরিষদের আহবানে দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে পুলিশি হামলার প্রতিবাদ করেছেন কাপাসিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
গত ২৩ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে প্রধান শিক্ষকদের ১০ ও সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন নির্ধারণের দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঢাকার মাহাসমাবেশে গিয়ে পুলিশের হামলার শিকার হয়।ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশের প্রায় লক্ষাধিক শিক্ষক উপস্থিত হয়েছিল। শিক্ষকদের ডিএমপি পুলিশ প্রশাসন প্রথমে শহীদ মিনারে একত্রিত হতে না দেয়ায় শিক্ষকরা দোয়েল চত্বরে একত্রিত হয়ে সমাবেশ চালিয়ে যেতে চাইলে এবং পরে আবার একত্রিত হয়ে শহীদ মিনারে সমাবেশ করতে চাইলে পুলিশ সেখানেও বাঁধা দেয় এবং শিক্ষকদের সাথে ধস্তাধস্তি হয় এবং মৃদু লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়। শিক্ষকদের ওপর হামলা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টা থেকে কাপাসিয়া উপজেলার ১৭৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষক ১০ মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
নিজ নিজ বিদ্যালয় চত্বরে শিক্ষকরা কর্মসূচি পালনকালে জানান, গত ২৩ অক্টোবর ঢাকায় জাতির বিবেক শিক্ষকদের ওপর যে হামলা হয়েছে, সেই হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে সারা দেশের মতো কাপাসিয়ার শিক্ষকরাও এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।