কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া উত্তর পাড়া চৌরাস্তায় সরকারিভাবে স্থাপিত ল্যাম্পপোস্টের সোলার প্যানেলটি সম্প্রতি চুরি হয়ে গেছে। সোলার প্যানেল না থাকায় চৌরাস্তা এলাকায় রাতে বিরাজ করছে অন্ধকার ।
ডুমদিয়া গ্রামের মঞ্জুরুল হক গাজী জানান, কয়েকদিন আগে রাতে ল্যাম্পপোস্টের সোলার প্যানেলটি চুরি হয়ে যায়। বর্তমানে ওই এলাকায় আলোর অভাবে রাতে পথ চলতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সন্ধ্যায় সূর্য ডুবার সাথে সাথে ল্যাম্পপোস্টটিতে আলো জ্বলে উঠতো এবং সকালে সূর্য উঠার সাথে সাথে অটোমেটিক নিভে যেত। কোন সুইচে চাপ দিতে হতোনা। গ্রামের সাধারণ মানুষের মাঝে ল্যাম্পপোস্টটি নিয়ে অনেক কৌতুহল ছিল। সোলারের আলো পেয়ে গ্রামের মানুষ দারুণ খুশি হয়েছিলো। সোলার চুরি হওয়ায় মানুষ আশাহত হয়েছেন।
এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে সোলার প্যানেল স্থাপনের জন্য জোড়ালো দাবী জানিয়েছেন।