কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাও খেয়াঘাট এলাকায় রোববার দুপুরে ডিশের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাহফুজ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মাদানিগড় গ্রামের মৃত মোরশেদ মিয়ার পুত্র। মাহফুজ বেশ কয়েক বছর যাবত কাপাসিয়া উপজেলার তরগাও গ্রামে বসবাস করে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
জানাযায়, উপজেলার তরগাও খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন বাড়ির ছাদে ডিশ ব্যবসায়ী অলকের তত্বাবধানে মাহফুজ সহ কয়েকজন ডিশের লাইন মেরামতের কাজ করছিল। অসাবধানতাবসত হঠাৎ মাহফুজের পা পিছলে ছাদের পাশ্ববর্তী পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। সহযোগীরা তাকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।