কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় কাপাসিয়া উপজেলা পরিষদের হলরুমে প্রশাসন কর্তৃক আয়োজিত শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে গাজীপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ” কলেজ শাখার ” জাতীয় সংগীত দল। এ প্রতিষ্ঠানের স্কুল শাখা পর পর ৫ বার জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে এবং এ বছর উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে । কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের চ্যাম্পিয়ন দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম ফাতেমা,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, তথ্য অফিসার সিমন হোসেন প্রমূখ। তাছাড়া হরিঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।