ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর) থেকে:

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিস্তম্ভে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘তামান্না তাসনীম’ এর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, থানার অফিসার (ইনচার্জ) তদন্ত মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন প্রমূখ।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক রুকন প্রমুখ।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ওসি মোঃ কামাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ভিডিপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।