ঢাকাশনিবার , ১৪ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় বিএনপির একাংশের সভায় ভাংচুর সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ মে ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী বাজারে গতকাল শনিবার দুপুরে উপজেলা বিএনপির একাংশের মত বিনিময় সভায় আগত সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন রকি হোসেনসহ গাজীপুরের ১০—১২ জান সাংবাদিক আহত হয়েছেন।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, জেলা বিএনপির আহবায়ক সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের আমন্ত্রণে গতকাল শনিবার দুপুরে উপজেলা বিএনপির একাংশের একটি মত বিনিময় সভার সংবাদ সংগ্রহের কাজে গাজীপুর থেকে ১২—১৩ জন সাংবাদিক উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানটি যথাসময়ে শুরু হয়ে দপুর সোয়া ১টার সময় শেষ হলে নেতা কমীর্রা যার যার গন্তব্যে চলে যান। পরে আমন্ত্রণকারী তার কার্যালয়ে সাংবাদিকদের দুপুরের খাবার পরিবেশনকালে ১৫—২০ জন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিকগণ তাদের পরিচয়পত্র দেখালেও মারধর শুরু করলে যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন রকি হোসেন ছবি উঠাতে শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে ধরে মাঠে নিয়ে বেধড়ক মারপিট করে তার ক্যামেরা ভাংচুর করে এবং তা ছিনিয়ে নেয়। এ সময় সাখাওয়াত হোসেন সেলিম ও ডিএসবি পুলিশ সদস্য মোঃ খোরশেদ আলমসহ ১০—১২ জন সাংবাদিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রকি হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম জানান, তিনি আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে তার স্থানীয় ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ৪০—৫০ জন সন্ত্রাসী শাহ রিয়াজুল হান্নানের নামে শ্লোগান দিতে দিতে প্যান্ডেলের ভিতরের ৫—৬ শত চেয়ার টেবিল ভাংচুর করে। পরে তারা তার কার্যালয়ে ঢুকে সকল সাংবাদিকসহ তার উপর হামলা চালায়। এ ঘটনার তিনি তীব্র নিন্দা জানান, এবং আইনি পদক্ষেপ নিবেন বলে জানান।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ জানান, সকাল থেকেই তিনি উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত উপজেলা বিএনপির মতবিনিময় সভায় খুবই ব্যস্ত সময় কাটিয়েছেন। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর তারা যদি দলীয় নেতাকর্মী হয়ে থাকেন তবে তাদের অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে বলেন সাংবাদিক জাতির বিবেক। তাদের উপর এহেন হামলা কখনো কাম্য নয়।
এ ঘটনায় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

196 Views

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউনূস-তারেক বৈঠকে সিদ্ধান্ত

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিমান দুর্ঘটনায় প্রিয় মানুষ হারালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত

লন্ডেন বৈঠকে ড. ইউনূস-তারেক রহমান

ইসরাইলে ইরানি ড্রোন হামলার খবরে সাইরেন বাজলো জর্ডানে!

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বাঘেরিও নিহত

যুদ্ধের দামামা
এবার ইসরায়েলে ইরানের হামলা শুরু

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

কেমন কেটেছে মেডিকেল শিক্ষার্থীদের ঈদ আনন্দ

ভারতে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় সিলগালা, একজকে তিন মাসের কারাদণ্ড

সুরাজপুর – মানিকপুর ইউনিয়নে পাহাড়ের মাটি বিক্রির প্রতিবাদ করায় ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলা