ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ মে ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ মে মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও আগত প্রশিক্ষণার্থীগণ। উপস্থিত অতিথিগণ ইমপ্যাক্ট ৩য় পর্যায়ে( ১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন এবং গবাদি পশু ও পোল্ট্রি খামার সম্প্রসারণ প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন হবে এবং মাঠ পর্যায়ে এর সুফল জনগণ ভোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানাযায়, ইমপ্যাক্ট-৩য় পর্যায় প্রকল্প হলো- ‘‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (৩য় পর্যায়)’’[Integrated Management of Resources for Poverty Alleviation Through Comprehensive Technology (IMPACT) (Phase-3)

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো-
বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে রান্না এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের সম্ভাবনা উন্মোচন; ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে গ্রামীণ যুবদের কর্মসংস্থানের সুযোগ বিস্তার;
বায়ো-গ্যাস প্লান্টে পচনশীল বর্জ্যেরযথাযথ ব্যবহারের মাধ্যমে প্রকল্প এলাকায় পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং দুষণমুক্ত পরিবেশ সৃষ্টিতে সহায়তা ;
জৈব বর্জ্যের চক্রায়নের মাধ্যমে কৃষি জমিতে ব্যবহারের জন্য মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ জৈব সার উৎপাদন এবং গ্রামীণ মহিলাদের জন্য ধোঁয়াবিহীন, আরামদায়ক, স্বাস্থ্যসম্মত এবং সময় সাশ্রয়ী রান্নার সুযোগ সৃষ্টি করা, যাতে তারা এ অতিরিক্ত সময় অন্যান্য উন্নয়ন কর্মকান্ডে ব্যয় করতে পারে।

প্রকল্পের মূল কার্যক্রমগুলো হলো-

(ক) সমন্বিত খামার সম্প্রসারণ ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণ:

পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্টের ব্যবহার ও উপযোগিতা সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রকল্পের আওতায় ০৫(পাঁচ) দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। বায়োগ্যাস প্লান্টের উপযোগিতা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে ।

খ) কারিগরি সহযোগিতায় বায়োগ্যাস প্লান্ট নির্মাণ:

বায়োগ্যাস প্লান্ট নির্মাণের জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কারিগরি সহয়তা প্রদান করা হয়। বায়োগ্যাস সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কর্তৃক বায়োগ্যাস প্লান্ট নির্মাণের ব্যয় প্রাক্কলন প্রদান করা হয়। অভিজ্ঞ রাজমিস্ত্রি নিয়োজিত করে প্লান্ট নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত তত্ত্বাবধান করা হয়। গ্যাসের চুলা প্রজ্জ্বলন/ বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত যাবতীয় সহায়তা প্রদান করা হয়।

গ) বাযোগ্যাস প্লান্ট নির্মাণ ও খামার সম্প্রসারণের জন্য ঋণ বিতনরণঃ

বায়োগ্যাস প্লান্ট নির্মাণের জন্য সর্বোচ্চ ৫০,০০০/- এবং গবাদিপশু /পল্ট্রি খামার সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২,০০,০০০/- পর্যন্ত শর্তসাপেক্ষে ঋণ বিতরণ করা হয়। ক্রমহ্রাসমান ৫% সার্ভিস চার্জ সহ ০২ বছর মেয়াদে মাসিক ২৪টি কিস্তিতে পরিশোধ করতে হবে।

143 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা