মোঃ তৌফিক হাসান (তানজিম) কুষ্টিয়া কুমারখালী থেকেঃ
সড়কের দুই পাশের গাছগুলো সৌন্দর্যবর্ধনে এবং পথিকের একটু ছায়া দিতে কাজ করে। তবে সসম্প্রতি এই গাছ সমুহ কেটে ফেলার জন্য নাম্বারিং করেছে বন বিভাগ।
কুষ্টিয়ার কুমারখালীর বাঁধবাজার থেকে মাদুলিয়া পর্যন্ত রাস্তার দু পাশের ৩ হাজার গাছ কাটবে বন বিভাগ। গাছ কাটার জন্য গাছের গাঁয়ে নাম্বারিং করে দরপত্র সম্পন্ন করেছে তারা।
তবে, গাছ না কাটার দাবি তুলেছে স্থানীয় জনগণ। উপজেলা বন বিভাগ কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘গাছ রক্ষার কোনো সুযোগ নাই।’
জানা যায়, কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত পাউবোর জিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সড়কে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে প্রায় ১০ বছর আগে কয়েক হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছিল উপজেলা বন বিভাগ। দরপত্রের মাধ্যমে ২০২৩ সালে যদুবয়রা থেকে সান্দিয়ারা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে আনুমানিক প্রায় ১০ হাজার গাছ কাটা হয়েছে। চলতি বছরেও ওই সড়কের লাহিনীপাড়া থেকে বাঁধবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে প্রায় ৩ হাজার গাছ কাটা হয়েছে।