কমলগঞ্জ সংবাদদাতা:
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সমাবেশ, র্যালী, আলোচনা সভা ও হাত ধোয়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এক বণার্ড্য র্যালী বের হয়। “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ও ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক”- এই দু’টি প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএনও আশেকুল হক এর নেতৃত্বে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালীটি উপজেলা চৌমুহনা ঘুরে পুররায় উপজেলা প্রশাসন চত্ত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে রক্ষিত ফিল্টার সমুহে সাবান দিয়ে হাত পরিষ্কার করে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ উপলক্ষে আলোচনা সভায় ইউএনও আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
এসময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কমলগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মো: পনিরুজ্জামান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম ,রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল
কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ
সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।