নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজার কমলগঞ্জে বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের সাতদিন ব্যাপি গবাদিপশু মোটাতাজা করণ যুব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
(২১ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ ঘটিকায় মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি সার্বজনীন মন্ডপে বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের ৩০ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে এই যুব প্রশিক্ষণে ক্লাবের সভাপতি সজল কান্তি সিংহের সভাপতিত্বে ও সদস্য সুরনজিৎ সিংহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ণ অধিদপ্তরের উপ – পরিচালক মোঃ মিজানুর রহমান
বিশেষ অতিথিবৃন্দরা ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসিদ আলী,
কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ণ অধিদপ্তর কর্মকর্তা মোঃ মাসুদ ভুইয়া, উপজেলা সহকারী যুব উন্নয়ণ অধিদপ্তর কর্মকর্তা মৌলভীবাজার আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত সিংহ, বিচারপতি সুরেন্দ্র কুমার সিংহ স্কুলের প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ, ক্লাবের উপদেষ্টা সাবেক মেম্বার রনজিৎ সিংহ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ প্রমুখ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে
বলেন, দেশের শিক্ষিত বেকার যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেয়ার লক্ষেই এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। তারা বলেন, যুব সমাজ হচ্ছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি।
অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন শিক্ষিত বেকার যুব সমাজকে যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেয়া হলে তারা দেশের বোঝা না হয়ে এক সময় সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠানে শুরুতে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত সকল অতিথিকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে, সম্মাননা স্বারক প্রধান করেন ক্লাবের সদস্যরা।