নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রতিনিধি
অসাম্প্রদায়িক ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন।
দিবসটি উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬ টায় মণিপুরী ললিতকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের আয়োজনে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয় । সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া আক্তার এর সঞ্চালনায় আবৃত্তি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন কমলগঞ্জ স্কাউটের সাধারণ সম্পাদক শিক্ষক মোশাহিদ আলী, মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ । সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন । অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০