নির্মল এস পলাশ কমলগঞ্জ প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদ।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জন প্রতিনিধি, ধর্মীয় নেতা, নৃতাত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মোট ৪০ জন প্রতিনিধি কর্মশালায় অংশ গ্রহন করেন। আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা স্কাউটস সম্পাদক মো. মোশাহিদ আলী, প্রধান শিক্ষক সুজিতা সিনহা, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, প্রভাষক রাবেয়া খাতুন, সাংবাদিক শাহীন আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু ও এনজিও সংস্থা হীড বাংলাদেশ এর প্রতিনিধি নূরে আলম সিদ্দীকি।