ঢাকামঙ্গলবার , ১২ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দেশ গড়ার প্রত্যয়ে
কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৩৬০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম : মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর জামায়াতের সাধারণ সম্পাদক কাজী দহিয়ান, জেলার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওয়াতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াত সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি সাদিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শিবির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হচ্ছে আজকের মেধাবী শিক্ষার্থীরা। তারা শুধু পরিবারের গর্ব নয়, বরং জাতির ভবিষ্যৎ নির্মাতাও বটে। একটি উন্নত, আদর্শ ও মানবিক বাংলাদেশ গঠনে এই তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, কেবল সনদ অর্জনই একজন শিক্ষার্থীর শেষ লক্ষ্য হতে পারে না। একজন প্রকৃত নাগরিক তখনই গড়ে ওঠে, যখন তার মধ্যে থাকে সুশিক্ষা, উচ্চমানের চারিত্রিক গুণাবলি এবং আদর্শিক দৃঢ়তা। সুতরাং পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক গুণাবলির চর্চাও সমানভাবে প্রয়োজন।

এই প্রজন্ম যদি চরিত্রবান, আদর্শনিষ্ঠ ও দায়িত্বশীল হয়ে ওঠে—তবেই আমরা একটি সুন্দর, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবো।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিলে উত্তীর্ণ কৃতি ৩৬০ জন শিক্ষার্থীদেরকে ফুল, ক্রেস্ট এবং সম্মাননা উপহার সামগ্রী প্রদান করে উৎসাহিত করা হয়। উপস্থিত সকলের উষ্ণ করতালিতে মঞ্চ আলোকিত হয়ে ওঠে কৃতিদের সম্মানে। এই সংবর্ধনা যেন তাদের ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকে—এমন প্রত্যাশা জানান আয়োজকরা।

172 Views

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ

কাপাসিয়ায় চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাত কলেজ সমস্যার সমাধান এখনো বাকি : উত্তরণের পথ একটাই–অধ্যাদেশ জারি

বিজিবির কাছে আরকান আর্মি সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ !! 

বাংলাবাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

শান্তিগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবার ডিলার সাজ্জাদ হোসেন হিরু ইয়াবাসহ আটক

কাপাসিয়ায় ‎সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গর্জনিয়াকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত।

শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত হয়েছে হেল্থ অ্যায়ারনেস প্রোগ্রাম -২০২৫