নিজস্ব প্রতিবেদক :
সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম (পিইডিপি-৪ উপানুষ্ঠানিক শিক্ষার ব্যুরো) এর শিখন কেন্দ্রসমূহের বই উৎসব সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজার পৌরসভার কুতুবদিয়া পাড়ায় অনুষ্ঠিত ২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্কাসের চেয়ারপার্সন জেসমিন প্রেমা।
অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল।
অনুষ্টানের অতিথি জেসমিন প্রেমা তাঁর বক্তব্যে বলেন, “প্রত্যেক শিশুকে মানুষের মত মানুষ মানুষ হতে হবে এবং বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে, নারীদের সম্মান করতে হবে। শিশুদের পড়ালেখায় স্কুলে শিক্ষার পাশাপাশি পরিবারকেও ভুমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, স্কাস জলবায়ু উদ্বাস্তু ঝরে পড়া ২১৬০ জন শিশুকে পুণরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে এনেছে। তাদেরকে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করছে, যার মাধ্যমে শিশু শিক্ষার মৌলিক চাহিদা পূরণ হচ্ছে।”
উল্লেখ্য যে, ”আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম” সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ২০২১ সাল হতে কক্সবাজার জেলায় সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে।