শহীদ সিরাত, কক্সবাজার :
কক্সবাজারে ভারী বর্ষণের ফলে আবারো পাহাড় ধস হয়েছে। এতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পল্লাইন্না কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম হাসান (১০) ও নূর জাহান (২৭) বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর গেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০