মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বিরামপুর উপজেলায় একমাত্র শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে বিরামপুর আদর্শ হাইস্কুল। এ বছর ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ৬৬ জন জিপিএ-৫ পেয়েছে। স্কুলটি ২০১১ সাল হতে নিয়মিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবং মেধাবৃত্তি প্রাপ্তিতে দিনাজপুর জেলার ও শিক্ষাবোর্ডের একটি সেরা প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।
ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৬.২০ শতাংশ। তৃতীয় অবস্থানে রামকৃঞ্চপুর উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৪.১২ শতাংশ। চতুর্থ অবস্থানে হাবিবপুর উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৩.৩৩ শতাংশ। পঞ্চম অবস্থানে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯৩.০৭ শতাংশ। ষষ্ঠ অবস্থানে শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৯১.০৪ শতাংশ। সপ্তম অবস্থানে শিবপুর উচ্চ বিদ্যালয়, পাসের হার ৮৫.৭১ শতাংশ। অষ্টম অবস্থানে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৮.৫৭। নবম অবস্থানে কাটলা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৮.৩৮ শতাংশ এবং দশম অবস্থানে রয়েছে আমানুল্লাহ আদর্শ বিদ্যানিকেতন, পাসের হার ৭৬.৬০ শতাংশ।
আদর্শ হাইস্কুল প্রত্যেক বছর ভাল ফলাফলের পেছনে শিক্ষকদের একাগ্রতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং অভিভাবকগণের সহযোগিতাই এর মূল কারণ বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী।
আদর্শ হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, আল্লাহ তা’য়ালার খাস রহমত, দক্ষ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের শিক্ষার্জনে অধ্যাবসায় ও পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।