ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

এমপিও ভুক্তির খবর পেয়ে হঠাৎ বিদ্যালয় খুললেন শিক্ষকরা

প্রতিবেদক
নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০১৯, ১১:২৬ অপরাহ্ণ

Link Copied!

আটোয়ারী উপজেলা প্রতিনিধিঃ

এমপিও খবর পেয়ে হঠাৎ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুললেন শিক্ষকরা। দীর্ঘ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গতকাল হঠাৎ এমপিও ভুক্তের তালিকায় নাম উঠে আসায় বিদ্যালয়ে গিয়ে হঠাৎ শিক্ষকদের কার্যদিবস দিবস পালন করতে দেখা যায়।

এদিকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সরজমিনে দেখা যায় শিক্ষার্থী শূন্য বিদ্যালয়ে শিক্ষকরা বসেই সময় কাটাচ্ছেন। বিদ্যালয়টির ভবন বলতে তেমন কিছুই নাই একটি ভাঙা টিনের ঘর ছাড়া। পরিত্যক্ত একটি কক্ষের মেঝের মাটি কোদাল দিয়ে সমান করেন এক সহকারী। তবে বিদ্যালয়ের ভাঙা ঘরের অফিস কক্ষে ৩টি বেঞ্চ ছাড়া আর কিছুই চোখে পড়েনি শুধু তাই নয়,বিদ্যালয়টিতে ৭জন স্টাফ ছাড়া কোন শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। অথচ কাগজে কলমে ৭৩জন শিক্ষার্থীর নাম দেখানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে হয় না কোন ক্লাস নেই কোন ছাত্র ছাত্রী এবং নীতিমালা ও শর্ত পূরণ না করেও সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

এদিকে বিদ্যালয় সূত্রে জানা যায়,এ বিদ্যালয়ে গত ২০১০ সালের জেএসসি পরীক্ষায় ৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করলেও গত ২০১১-১৫ সাল পর্যন্ত মোট ৫ বছর বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এবং পরবর্তীতে ২০১৬ সালে কাগজে কলমে বিদ্যালয়টির পুনোরায় চালু হলে ওই বছরেই ওই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায়য় ২জন,২০১৭ সালে ৫ ও ২০১৯ সালে মোট ৮জন শিক্ষার্থী অংশ নেয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠার পর সব মিলিয়ে মাত্র ২৫ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিলেও তার মধ্যে পাশ করে মাত্র মাত্র ৯ জন শিক্ষার্থী ফলে বিদ্যালয়টির পাশের হার ৩৬% যা নীতিমালা মধ্যে পড়ে না বলে জানায় স্থায়ীরা তবে স্থানীয়দের দাবী এ বিদ্যালয়টি এমপিও ভুক্তি হওয়ার ক্ষেত্রে পুরোপুরি অযোগ্য ।

এবিষয়ে সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক এমতাজুল হক বলেন, ২০বছর ধরে বেতন ভাতা নাই,আমরা বঞ্চিত ছিলাম এতোদিন। ৭৩জন শিক্ষার্থী বিদ্যালয়ে লেখাপড়া করছে বলে তিনি জানান।

249 Views

আরও পড়ুন

টেকনাফে মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তিকাল
ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল বাতিঘরের চিরপ্রস্থান

রোজার সময় তুষার আমাকে আপত্তিকর কথাটি বলে: নীলা ইসরাফিল

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত রাজনৈতিক দলগুলো

ইসরায়েলকে হুঁশিয়ারি : ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ: শবনম ফারিয়া

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

নাফনদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে১লাখ২০হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

বরকলে বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা