মোঃ আবু সঈদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জে তথ্য অধিকার আইন,২০০৯, বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তথ্য কমিশন এর সচিব মোঃ তৌফিকুল আলম।
তিনি বলেন- আমাদের উদ্ভাবনীগুলোকে যথাযথভাবে গাইড লাইন দিতে হবে। উদ্ভাবনী ক্ষমতার ক্ষেত্রে আমরা এখন আর পিছিয়ে নেই। আমাদের আরও ভাল উদ্ভাবক তৈরি করতে হবে। তথ্যের উন্নয়ন ঘটাতে হবে।আমরা এখন আর না খেয়ে মরছি না।
তিনি আরও বলেন- সরকারী বেসরকারী পর্যায়ে আমরা ৫৫ হাজার জনকে তথ্য অধিকার বিষয়ে অনলাইন প্রশিক্ষণ দিয়েছি।
বাংলাদেশের ৬২ টি জেলায় ৪৮৯ টি উপজেলায় এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০০৯ সালে তথ্য অধিকার আইন চালু করে। বিশ্বে আজ থেকে ২৫৩ বছর আগে ১৭৬৬ সালে সর্বপ্রথম সুইডেনে তথ্য অধিকার আইন চালু হয়। বর্তমানে বিশ্বের ১২৩ টি দেশে এই আইন চালু আছে। জনগণকে শাসন করতে সরকার সবগুলো আইন করেছে। একটি দেশকে রক্ষা করতে গেলে এগুলো অবশ্যই দরকার।
আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার,কৃষকবান্ধব সরকার,তথ্য বান্ধব সরকার।
শনিবার সকাল ১০ ঘটিকায় স্হানীয় এফআইভিডিবি সম্মেলন কক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন, বাংলাদেশ এর আয়োজনে সিএ অনুরাধা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অবহিতকরণ সভার সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) সৈয়দা শমসাদ বেগম।
অনুষ্টানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক, তথ্য কমিশন এ কে এম তারিকুল আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাসুদ আহমদ,শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান, কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার,মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ আব্দুল মান্নান, উপজেলা একটি বাড়ী একটি খমার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন,পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক দিলীপ তালুকদার পরিসংখ্যান সহকারী শংকর কুমার দাশ, সরকারী পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সরকারী জয়কলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, সুজন- উপজেলা সভাপতি ও প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, আক্তাপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল হক, আমরিয়া মাদ্রাসার প্রধান আবু নছর মোঃ ইব্রাহীম,
পাথারিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ভূইয়া, জেবেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীবাস চন্দ্র বিশ্বাস, বীরগাও এমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া,
গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ঞ মোহন দাশ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, নিখিল মজুমদার, সমর চক্রবর্তী,অজিত চক্রবর্তী,ফাতেমা চৌধুরী, গিয়াস উদ্দিন,এস আই মাসুদ আহমদ, সাবেক ইউপি সদস্য ও উপজেলা সুজন সহ-সভাপতি আব্দুর রহমান, নাজির মোঃ আবু বক্কর সিদ্দিক,জয়কলস ইউপি সদস্য আনোয়ার হোসেন,আব্দুল জলীল, মুহিবুর রহমান, আব্দুল বাতেন, পুস্প বেগম সহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকবৃন্দ, ইউপি সদস্য/ সদস্যাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের লোকজন প্রমুখ।
২য় পর্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
,