রোকনুজ্জামান সবুজ জামালপুর :
জামালপুরের ইসলামপুরে মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফের ৪৪তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্প্রতিবার দুপুরে দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ মেজর জেনারেল খালেদ মোশরাফ বীর উত্তম স্মৃতি পরিষদ আয়োজিত ইসলামপুর পৌর শহরের দেনুয়ার মোড়স্থ স্মৃতি পরিষদ কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, স্মৃতি পরিষদের সদস্য লাল মিয়া, শহিদুল্লাহ, জরিরুল, আমিরুলসহ স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালে ৭ নভেম্বর ইসলামপুরের বীর সন্তান স্বাধীনতা যুদ্ধের অগ্রণী সেনা ‘কে’ ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল খালেদ মোশরাফ বীর উত্তম একদল বিপদগামী সেনাসদস্যদের হাতে শাহাদৎবরণ করেন।