রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জ্ঞান অর্জনের সুপ্ত প্রতিভা জাগ্রতকারী সূর্যমুখী বিদ্যাপীঠের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা ও ইংলিশ ভার্সন স্কুলের উদ্ভোধন করা হয়েছে। গত সোমবার রাতে পৌর শহরের কলেজ মোড় সংলগ্ন সূর্যমুখী বিদ্যাপীঠ মাঠে এই আনন্দ মেলার আয়োজন করা হয়।
সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আখন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,প্যানেল মেয়র অংকন কর্মকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের তথ্য সম্পাদক খোরশেদ আলম,সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা পারভিন পূথি,জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়া,যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যূথি, মোজাহেদুল ইসলাম বিজয় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সূর্যমূখী বিদ্যাপীঠের পরিচালক এম এইচ পলাশ। পরে কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরন শেষে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তারা সংসদ সদস্য ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ গুণীজনদের সংবর্ধনা ক্রেস্ট তলে দেন।