রোকনুজ্জামান সবুজ জামালপুর:
ইসলামপুরে নদীভাঙন ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নের গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নদী ভাঙন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬টি পরিবারের মাঝে ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক এবং ১জনকে ২বান ঢেউটিন ও ৩হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, এসএম জামান আব্দুল নাসের বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ সালাম,সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।