রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ
জামালপুরের ইসলামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড.সামিউল হক ফারুকীর কারামুক্তি হওয়ায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।
শনিবার (১০আগষ্ট) থানা মোড় বটতলা চত্বরে আলোচনা সভা শেষে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।
উপজেলা শাখার জামায়াতে ইসলামী আমির খন্দকার মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন
প্রধান অতিথি বক্তব্য বলেন, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হলেন আবু সাঈদ। শুধু বাংলাদেশের নয়, সাঈদ এখন দুনিয়াবাসীর সম্পদ। আবু সাঈদ নিজেই একটা ইতিহাস। যারা শহিদ হয়েছেন, জীবন দিয়েছেন, তারা প্রত্যেকটা এক একটা ইতিহাস। যারা লড়াই করে গাজী হিসেবে বেঁচে আছে তারাও ইতিহাস।
যারা জ্বালাও পোড়াও করেছে তারা দেশ ও জাতীর শত্রু। তারা যেন কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ
রাশেদুজ্জামান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ অঞ্চল কর্ম পরিষদ এড. নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি এড. আব্দুল আউয়াল, উপজেলা নায়েবে আমির আমজাদ হোসেনসহ আরো অনেকে। এসময় উপজেলা জামায়েত ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।