রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জামালপুরের ইসলামপুর কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামপুর থানা থেকে একটি র্যালি বের হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভায় অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামান আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আঃ কাদের শেখ, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আবু নাছের চৌধূরী চার্লেস। অন্যানের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর আ’লীগের সভাপতি নুর ইসলাম নুর,প্যানেল মেয়র অংকন কর্মকার,প্রমূখ।বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,মেম্বার,কাজী,শিক্ষক,সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনায় করেন তদন্ত কর্মকর্তা আনছার আলীর।