মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :মনের মত স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে’ এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমতলীতে মীনা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উপজেলা শিক্ষা অফিস। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরসহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আরও উপস্থিত ছিলেন, এনএসএস এর নির্বাহী পরিচালক এ্যাডঃ শাহাবুদ্দিন পান্না, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম সিকদার, প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার প্রমুখ।
আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।