ডি এইচ মনসুর,স্টাফ রিপোর্টার :
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে আনোয়ারা সদর ও মালঘর বাজারের বিভিন্ন রেস্তোরাঁয়ও হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, অভিযানের সময় আনোয়ারা সদর ও মালঘর বাজারের অধিকাংশ হোটেলে পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর।
এছাড়া কয়েকটি হোটেলে যত্রতত্র ভাবে খাবার তৈরির বিভিন্ন উপাদান রাখা হয়েছে, যেখানে অবাধে মশা-মাছি বসছে। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার হোটেলে আসা লোকজনের সামনে পরিবেশন করতেও দেখা গেছে।
এসব অপরাধের জন্য বিভিন্ন রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।