ডি এইচ মনসুর :
আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোহাম্মদ মিরাজ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে বাড়িতে গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিরাজ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত হাফেজ মো. মিরাজ উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মাওলানা মোহাম্মদ ওসমানের ছেলে।