আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে ৫ শতের বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ব্লাড গ্রুপিং করা হয়।
শুক্রবার উপজেলার বটতলী ইউনিয়ন তুলাতলি গ্রামের কালিসিদ্ধা অতুলানন্দ মহাত্মা মহারাজের ৫৩ তম সার্বজনীন সনাতনী অষ্টপহরব্যাপী মহানামনামযজ্ঞ উপলক্ষ্যে ফ্রী চিকিৎসা ও ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন, ডাক্তার ফারুক আহমেদ,ডাক্তার সাদেকুল হক, ডাক্তার কংষরাজ দত্ত, ডাক্তার মোহাম্মদ ইউচুপ,ডাক্তার সুজন নাথ,ডাক্তার সবুজ কান্তি দেব ও শ্রীমন্ত কুমার দেব প্রমুখ।
এতে রক্তের গ্রুপ নির্ণয় সহযোগিতা করেন মানবিক সংগঠন টিম রেইনবো ব্লাড ডোনেট গ্রুপ।