ডি এইচ মনসুর, আনোয়ারা, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গণপরিবহনে অবৈধ হর্ণ বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪টি মামলায় ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
বুধবার (১৪ ফেব্রেুয়ারি) দুপুর দুইটার সময় উপজেলার চাতরী চৌমুহনী মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এ সময় দণ্ডবিধি ১৮৬০ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৪টি মামলায় দুটি বাসকে অবৈধ হর্ণ ব্যবহার করে শব্দদূষণ তৈরি এবং পরিবেশে অনিয়ন্ত্রিত দূষিত বায়ু নির্গমনের জন্য জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গাড়ীর অবৈধ হর্ণ বন্ধ করতে চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। চালকদের সতর্ক করা হয়েছে। ৪টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।