SAMSUNG CAMERA PICTURES
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় নব নির্মিত দ্বি-তলা শিয়ালসন সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল বুধবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয় চত্বরে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জোব্বার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্য্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ওসি জালাল উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার সামশুল হক দেওয়ান, উপজেলা আওয়ামীলগের সহসভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও একরাম হোসেন মন্ডল প্রমূখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬০ লাখ ৭২ হাজার ৭৭ টাকা ব্যয়ে এই বিদ্যালয়ের দ্বিতল ভবন ও ওয়াশ ব্লক নির্মান করা হয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান।