ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আদমদীঘিতে শীতের আগমনে লেপ-তোষক তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

মো: মোমিন খান, স্টাফ রিপোর্টার বগুড়া :

বগুড়ার আদমদিঘীতে শীতের আগমন এলেই ব্যস্ত হয়ে পড়েন লেপ-তোষক তৈরীতে ব্যস্ত কারিগররা। বছরের অন্যান্য সময় তারা অলস সময় কাটালেও বাংলা আশ্বিন মাস থেকে দোকানের তালা খুলে বসেন মহাজনরা। লেপ-তোষকের কাপড়, তুলা ও সেলাই মেশিনসহ সরঞ্জামাদী সাজিয়ে বসেন লেপ-তোষক তৈরী করতে।

এবার আদমদীঘি উপজেলার কার্তিক মাস থেকে পুরোদমে লেপ-তোষকের দোকানে ধুম পড়েছে লেপ-তোষক তৈরীর।
স্থানীয় সুত্রে জানায় যায়, আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার, চাঁপাপুর, নসরতপুর, মুরইল, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, কড়ই বাজারসহ বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক লেপ-তোষকের দোকান রয়েছে। এসব দোকানে মহাজন, কারিগরসহ প্রায় ৩শতাধিক শ্রমিক এ পেশায় নিয়োজিত রয়েছে। আগে এনালগ পদ্ধতিতে লেপ-তোষক তৈরী করা হতো। এখন উন্নতমানের জুকি মেশিনে কাজ করা হয়। এতে সময় লাগে কম। বড় মাপের লেপ-তোশক কাপড় তুলা সুতাসহ তৈরী খরচ বাবদ গ্রাহকদের নিকট থেকে ৩ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেয়া হয়। গদির দাম নেয়া হয় ৪ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা। লেপ-তোষক তৈরী কারিগর মাসুদ আলী.সাগর ও আশরাফুল জানায়, তুলার প্রকার ভেদে একটি লেপ- তোষক তৈরী বাবদ ৪শ ৫০০ টাকা থেকে ৬শ ৫০০ টাকা গ্রহন করা হয়। এখন সব জিনিসের মূল্য বৃদ্ধি হওয়ায় লেপ-তোষক তৈরী মজুরি বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমানে আদমদীঘি উপজেলা অবস্থিত তিন শতাধিক প্রতিষ্ঠানে কারিগরা লেপ-তোষক তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারও শীতের আগমনে লেপ-তোষক তৈরীতে ধুম পড়েছে । আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এ পেশার কারিগররা ব্যস্ত থাকলেও অবশিষ্ট মাসে কারিগররা অন্য পেশায় নিয়োজিত থাকেন।
#

173 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা