মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার (বগুড়া) : নদীতে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে হাফিজুল ফকির (৩৮) নামের এক ব্যক্তির মুত্যু হয়েছে। এসময় তার সঙ্গী বুলবুল হোসেন (৩৫) নামের অপরজন গুরুতর আহত হলে তাকে বগুড়ায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা বগুড়ার আাদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়া গ্রামের মাঠে গভীর নলকুপের পাশে এ ঘটনা ঘটে। মৃত হাফিজুল ফকির কাহালু উপজেলার চাকদহ গ্রামের শাহাজাহান ফকিরের ছেলে ও আাহত বুলবুল হোসেন একই গ্রামের মহসিন আলীর ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, গত রোববার দুপুরে উল্লেখিত ব্যক্তিরা আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের পাশে বাগিচাপাড়ায় নাগর নদীতে মাছ ধরতে আসেন। তারা মাছ ধরার পর বাড়িতে ফিরে যাবার পথে বিকেল ৩টায় বাগিচাপাড়া মাঠের নভীর নলকুপের নিকট পৌঁছিলে সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই হাফিজুল ফকিরের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গী বুলবুল হোসেন গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটননায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০