মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আদমদীঘির সান্তাহারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ সেপেটম্বর) উপজেলার ছাতনী পূর্বপাড়া গ্রামে এক আলোচনা অনুষ্ঠত হয়। সান্তাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধূরী হিরু। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাক তাজউদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সস্পাদক শফিকুল ইসলাম খান লিখন, পৌর বিএনপির সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক ছাত্র নেতা মাহফুজুল হক টিকন, সাজেদুর রহমান, মিনহাজুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, মহিবুল ইসলাম, জাহিদুল ইসলাম, রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, আরিফুল হক, শিহাব চৌধরী সোহাগ হোসেন প্রমুখ।