মো: মোমিন খান,স্টাফ রিপোর্টার(বগুড়া):
আদমদীঘিতে একটি সিআর মামলায় চার মাসের সাজাপ্রপ্ত পলাতক আসামী খলিলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সে আদমদীঘি উপজেলার শাওইল বেগুন বাড়িয়া গ্রামের সোলায়মান আলী আকন্দের ছেলে। গতকাল রোববার (২৫) ফেব্রæয়ারী) সকাল ৯টায় শাওইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সম্প্রতি আদালত কর্তৃক একটি সিআর মামলায় চার মাসের সাজা হয়। সে পলাতক ছিল। গত রোববার সকালে গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরন করা হয়।