SAMSUNG CAMERA PICTURES
মোঃ মোমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় কুষি পূর্ণবাসনের আওতায় গ্রীষ্মকালিন আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে গম, সরিষা, ভুট্রা, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন, জেলা কৃষি প্রশিক্ষক কর্মকর্তা শামসুল ওয়াদু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, ভাইস চেয়ারম্যান মাহুমুদুর রহমান পিন্টু, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
উল্লেখ্য ঃ চলতি মৌসুমে অত্র উপজেলায় সান্তাহার পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে উপকারভোগি ৯শ কৃষক কৃষাণীদের মাঝে প্রকার ভেদে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি গম, ২ কেজি ভুট্রা, ১ কেজি পেঁয়াজ, ৫ কেজি করে শীতকালিন মুগ ও ৫ কেজি করে গ্রীষ্মকালিন মুগ বীজ এবং ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি করে মোট ২৬ হাজার ৩শ কেজি সার বিতরণ করে প্রধান অতিথি।
#