পানিতে ডুবে শিশুর মৃত্যু
আবুতৌহিদ, আটোয়ারী,(পঞ্চগড়)প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে সাজিদ হোসেন (৯) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সাজিদ উপজেলার বলরামপুর ইউনিয়ন দক্ষিণ বলরামপুর গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চাচাতো বড় বোনের সাথে পুকুরে গোসল করতে নামে। কিচ্ছুক্ষণ গোসল করার পর বড় বোন পুকুর থেকে উঠে আসে। কিন্তু সে উঠার সময় সাজিদকে দেখতে না পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়।
পরে বাড়ির লোকজন পুকুরে নেমে তাকে উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।