ডি এইচ মনসুর :
চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের দাতা সদস্য আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকীতে (৪ নভেম্বর) সোমবার সকাল আটটায় উপজেলা হাইলধরে গ্রামে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন আনোয়ারা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে পুষ্পস্তবক অর্পণ ও পরে কোরআন তেলাওয়াত করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময়ে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জাহেদুল হক, কার্যকরী সদস্য নুরুল আবছার তালুকদার, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন, অর্থ সম্পাদক ডিএইচ মনসুর, সাংস্কৃতিক সম্পাদক মো. আক্কাস উদ্দিন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক কোরবান আলী টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেল, কার্যকরী সদস্য রেজাউল করিম সাজ্জাদ ও মো. মহিউদ্দিন মনজু উপস্থিত ছিলেন।