ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

অসুস্থ মোশাররফের জন্য দোয়া কামনা পরিবারের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫, ১১:১০ অপরাহ্ণ

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি :

জুলাই আন্দোলনের মাধ্যমে দেশে রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলো। তবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতি কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবার, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা।

বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতাদের বারবার গ্রেপ্তার দেখিয়ে হয়রানি করার অভিযোগ এখন আর কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্তমান বয়স ৮৩ বছর। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে ‘২৪ থেকেই তিনি একপ্রকার রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত অনুরোধ সত্ত্বেও তিনি সর্বশেষ নির্বাচনে অংশ নেননি। বাথরুমে  পরে একটি পা ফ্র্যাকচার হওয়ায় তাঁকে লাঠিতে ভর দিয়েই চলাফেরা করতে হয়। এছাড়া তাঁর শরীরে পাঁচটি রিং বসানো হয়েছে। বর্তমানে বয়সের ভারে তিনি ঠিকমতো আপনজনকেও চিনতে পারেন না। এমন মানুষটির বিরুদ্ধেও চলছে গ্রেপ্তার-পুনঃগ্রেপ্তারের ধারাবাহিকতা। উচ্চ আদালত থেকে ১১টি হত্যা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির আগমুহূর্তেই তাঁকে আবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টন থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে নতুন করে জড়ানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ’ ধরনের নজির শুধু মানবাধিকারের চরম লঙ্ঘনই নয় ; আইন-আদালতের প্রতি দেশের মানুষের আস্থাহীনতা তৈরী করছে। ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ প্রসঙ্গে বলেন, যেখানে কোনও মামলায় সংশ্লিষ্টতা নেই, সেখানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বারবার গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটি শুধু ন্যায়বিচারকেই বাধাগ্রস্ত করছে না, রাষ্ট্রীয় শক্তিকে প্রতিপক্ষ দমনযন্ত্র হিসেবে ব্যবহারের নজির তৈরি করছে।

মিথ্যা মামলা আর হয়রানির মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে কলঙ্কিত করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমনই দুর্ভোগের শিকার হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক দল বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। একের পর এক মামলায় জামিন পাওয়ার পরও জেলগেট থেকে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘ আট মাস ধরে কারাগারে। তাঁর স্ত্রী নাজমা আক্তার ক্ষোভের সঙ্গে বলেন, ডিবি বলেছিল চিন্তার কিছু নেই, ছেড়ে দেওয়া হবে। কিন্তু ও এখনো জেলে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অবশ্য বলেছিলেন, কেউ মামলা করলেই গ্রেপ্তার নয়। নির্দোষ কেউ হয়রানির শিকার হবেন না, এই নির্দেশনা দেওয়া আছে।” কিন্তু বাস্তবে আইনজীবীরা বলছেন, আদালতে পুলিশ যে ফরোয়ার্ডিং দাখিল করে, তাতে প্রায় একই রকম বক্তব্য থাকে: “তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার প্রয়োজন।

এই “গ্রেপ্তার-জামিন-আবার গ্রেপ্তার” চক্র এখন ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ন্যায়বিচার শুধু নীতিগত অঙ্গীকার নয়, এটি একটি রাষ্ট্রের মৌলিক ভিত্তি। আর সেটিই যদি প্রশ্নবিদ্ধ হয়, তবে গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার—দুটিই ঝুঁকির মুখে পড়ে।

55 Views

আরও পড়ুন

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ