সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু বোঝাই দুটি নৌকা জব্দ করেছে প্রশাসন।
জানা যায়, স্থানীয় লোকজনের সংবাদ দিলে বৃহস্পতিবার সকালের দিকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকরতা শিব্বির আহমেদ উপজেলার সুরমা ইউনিয়নের নূর পুর গ্রামের সুরমা নদীর পার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু বোঝাই দুটি নোকা জব্দ করেন।
এ সময় উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে চাইলে পাঁচজনকে আটক করে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি চৌধুরী।