ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে ২০ কোটি মানুষের সমর্থন রয়েছেঃ জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ

অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে ২০ কোটি মানুষের সমর্থন রয়েছে। এই সরকারকে দুর্বল মনে করবেন না।অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ছাত্র জনতা কে সাথে নিয়ে কঠিন জবাব দেওয়া হবে। দেশের তৌহিদী জনতা বর্তমানে ঐক্যবদ্ধ। পতন হওয়া স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ায় সুযোগ পেয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে না।

রবিবার (১৫সেপ্টেম্বর) বাদে জোহর চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৪ তম ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন্নবী (স.) মাহফিলের উদ্বোধনী দিবসের আলোচনায় মূখ্য আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও লোহাগাড়া কলাউজান শাহ্ রশিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা গোলাম রাসূল কমরি’র যৌথ সভাপতিত্বে ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন্নবী (স.) উদ্বোধোন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী।
এসময় চট্টগ্রাম মহানগর জামায়াত নায়েবে আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ,বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা জামায়েতর আমীর অধ্যক্ষ আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম লুৎফর রহমান, লোহাগাড়া উপজেলা জামায়াত সহ সেক্রেটারি অধ্যক্ষ আ,ন,ম নোমান ,সাবেক উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, বনফুল এর ব্যাবস্থপনা পরিচালক আলহাজ্ব এম এ শুক্কুর, মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত উপস্থিত ছিলেন।

চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর যৌথ সঞ্চালনায়, মাহফিলে সীরতুন্নবী (সা.) উদ্বোধনী দিবসে “নবী করীম (স.) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রসূলগণের ভবিষ্যত বাণীসমূহের বর্ণনার বিষয়ে আলোচনা করেন, লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গণি। “মুহাম্মদুর রসূলুল্লাহ (সা.) এর জন্ম বৃত্তান্ত, নবুয়্যত, পূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থান” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ খোবাইব। “সততা ও আমানতকারীতার মর্যাদা এবং মিথ্যা ও খিয়ানতের ভয়াবহ পরিণতি” বিষয়ে আলোচনা করেন মাওলানা কুতুব উদ্দিন মনোয়ার, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুরশিদুল ইসলাম ফারুকী, “আর্থ-সামাজিক সমস্যার সমাধানে ইসলামের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিউল হক জিহাদী। বক্তারা বলেন ইসলাম ও জাতির দুর্দশায় উম্মতে মোহাম্মদীর জন্য সিরত মাহফিলের ভূমিকা অপরিসীম,জাতির বর্ণগোত্রে চার্থিক মেরামত এর এক অন্যনা শিক্ষা কোর্স হিসাবে কাজ করে যাচ্ছে। মাহফিলে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দীন মুনিরী, হাফেজ মাওলানা আবু বকর, না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ মুসা, মুহাম্মদ আতিকুল্লাহ আদিল, মাওলানা মুহাম্মদ কফিল উদ্দীন, হাফেজ মুজাহিদুল ইসলাম সোহেল।

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১৫ সেপ্টেম্বর (রবিবার) শুরু হয় এবং ৩ অক্টোবর (বৃহস্পতিবার)দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

46 Views

আরও পড়ুন

সিলেটের নতুন জেলা প্রশাসকের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের।

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে বুটেক্সে

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্র শিবির ঢাবি শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কাপাসিয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে হিন্দু সম্প্রদায়ের মাঝে সরকারি অনুদান বিতরণ

বাংলাদেশের ইতিহাসে নেত্রকোনা জেলার সর্বোচ্চ পরিমানে বৃষ্টিপাতের রেকর্ড।

শেরপুরে নতুন করে ১০ ইউনিয়ন প্লাবিত, মৃতের সংখ্যা বেড়ে ০৭

বুটেক্স শিক্ষার্থীদের দাবি এক্সটার্নাল উপাচার্য

জামালগঞ্জ সাহিত্য সংসদ এর সাধারণ সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে পিএফজি’র উদ্যোগে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্টিত

ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্র অধিকার পরিষদের ১ লক্ষ টাকার অনুদান

আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্ক এবং ব্লাড ফ্রেন্ড সোসাইটির যৌথ উদ্যোগে ফেনীতে বন্যার্তদের সহায়তা