সিলেট প্রতিনিধি :
——————————————–
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও সিলেট বিভাগীয় সভাপতি ফখরুল ইসলাম বলেছেন, অধিকার বঞ্চিত শ্রমিকদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।
তিনি বুধবার (৩০ অক্টোবর) সিলেট উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক ‘শ্রমিক দায়িত্বশীল কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জেলা সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার শুরুতেই দারসুল কোরআন পেশ করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খাঁন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি জালাল আহমদ চেয়ারম্যান, সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জৈন উদ্দিন, জেলা সেক্রেটারী ছরওয়ার হোসেন, সিলেট উত্তর জেলা শ্রমিক পরিবহন ফেডারেশনের সভাপতি এ কে এম ওলিউল্যাহ, কানাইঘাট উপজেলা সভাপতি ফয়েজ আহমদ, জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস সামাদ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি রুহুল আমীন, জেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, শ্রমিকনেতা দেলওয়ার হোসেন লস্কর, শিপলু আমীন চৌধুরী, ইসলাম উদ্দিন, গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম প্রমূখ।