রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার সদর উপজেলা সোনার বাংলা আদর্শ ক্লাবের পক্ষ থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) ‘মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয়ের শহীদমিনারে শ্রদ্ধাজ্ঞলী প্রদান করা হয়।
ক্লাবের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-ক্লাবের সহ-সভাপতি হাফিজ জুবায়ের আহমেদ,সাধারন সম্পাদক-বুলবুল আহমেদ টিপু,সহ-সম্পাদক পবলু মিয়া,সাংগটনিক সম্পাদক তোফাজ্জল হোসেন,অর্থ সম্পাদক আবুল হাছান,অফিস সম্পাদক হুমাউন কবির,যুব ও ক্রীড়া সম্পাদক কাওছার আহমেদ,সমাজকল্যাণ সম্পাদক সজিব আহমেদ সহ প্রমুখ,
সভাপতির বক্তব্যে রিপন মিয়া বলেন- একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস, এ জন্য জাতি হিসেবে আমরা গর্বিত।
সেই গর্ব অহংকার নিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।