রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি।
শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) নওয়াজ মোহাম্মদ শরীফ। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় পুলিশ ফাঁড়িতে ঐ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এর আয়োজন করা হয়।
এ সময় প্রেসক্লাবের সাংবাদিকরা নবাগত ইনচার্জকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফাঁড়ি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা সহ অপরাধ নির্মূলে সততার সঙ্গে কাজ করার আহবান জানান।
মতবিনিময়কালে প্রেসক্লাব সাংবাদিকরা বলেন- শেরপুরের বিভিন্ন এলাকার মাদকদ্রব্য নির্মূল, চুরি-ছিনতাই বন্ধ ও বিভিন্ন পয়েন্টে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা প্রদানেরও আহবান জানান।
অপরদিকে নবাগত শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) নওয়াজ মোহাম্মদ শরীফ ফাঁড়ি এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন- সাংবাদিকরা আইন শৃঙ্খলা বাহিনী তথাপি দেশের মানুষকে বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে সবসময় সহযোগীতা করে আসছে।
পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। এরই ধারাবাহিকতা বজায় রেখে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আশাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান, সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, সাংবাদিক রিপন মিয়া, ফাহাদ আহমদ, জুবায়ের মিয়া, আবুল হোসেন, এহিয়া আহমেদ প্রমুখ।