মুহাম্মদ ইলিয়াস হোসেনঃ প্রতিবছরের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার সময় বাঁধন, স্যার এ এফ রহমান হল ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পরিচালনা করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ক(এ) ইউনিটের ভর্তি পরীক্ষার সময় সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট ১৩২ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয়েছে। শনিবার খ(বি) ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী চলবে বলে জানিয়েছেন বাঁধন, স্যার এ এফ রহমান হল ইউনিটের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন সালেহ।
মাইনুদ্দিন সালেহ বলেন,‘সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা বিভিন্ন সময়ে বিনামূল্যে ব্লাড গ্রুপিং পোগ্রাম এবং মানুষকে রক্তদানের প্রতি উৎসাহিত করে থাকি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর এটি যাত্রা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের একটি ইউনিট হিসেবে বাঁধন, স্যার এ এফ রহমান হল ইউনিট ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে ধারণ করে অন্যান্য সামাজিক কার্যক্রমের পাশাপাশি বাঁধন মূলত স্বেচ্ছায় রক্তদান এবং রক্তদানে উৎসাহীতকরণ এই দুটি লক্ষ্যে কাজ করছে।