ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

শিবিরকে নিয়ে সমালোচনা করা “রোকেয়া আক্তার” মূলত একটা ফেইক আইডি।।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ

Link Copied!

শহীদ সিরাত, কক্সবাজার

বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন খ্যাত বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাধারণত সকল ক্লাসের ছাত্রদের মাঝে দ্বীনের দাওয়াতি কাজ করে থাকেন।কথিত আছে ছাত্র+শিবির=ছাত্রশিবির,তাদের একটি স্লোগান হচ্ছে একজন মানুষ সে “ছাত্র মানেই শিবির” করতে পারবে।সে কোন শ্রেণিতে পড়ে সেটা তাদের সাংগঠনিক মানোন্নয়নের ক্ষেত্রে বিবেচ্য হলেও মূলত তারা ৫ম শ্রেণি থেকে সর্বোচ্চ অনার্স-মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত একজন ছাত্রের ছাত্রজীবন থাকে ততোদিন পর্যন্ত সে শিবির করতে পারবে যা তাদের সংবিধানে লিখা আছে।এমনকি মাঝে মাঝে এমনও হয়ে থাকে তাদের বিভিন্ন ছোট ছোট প্রোগ্রাম যেমন কুরআন ক্লাস ইত্যাদিতে ৩য়-৪র্থ শ্রেণির ছাত্ররাও খুশি করে চলে আসে এবং শিবিরের দায়িত্বশীলদের আদরে মুগ্ধ হতে দেখা যায়।

এতদ সাংগঠনিক সৌন্দর্যের মাঝেও ৬ষ্ট শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর শিবিরের সমর্থক ফরম পূরণকে নিয়ে সমালোচনা করে রোকেয়া আক্তার নামক একটা ফেইক আইড়ি থেকে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রোকেয়া আক্তার নামক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী পরিচয়ে, ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া তার এক ভাই এই সমর্থক ফরম পূরণ করা নিয়ে সমালোচনা করে একটি পোস্ট দেয়।যা রীতিমতো ভাইরাল।

ভাইরাল হওয়া পোস্টে ঐ ফেইক আইডিতে লেখেন, আমার ভাই পড়ে ক্লাস সিক্সে। সে তো ইসলামী ছাত্রশিবির কী জিনিস জানে না কিংবা বোঝে না। তাকে যা বলা হয়েছে ক্লাসে সে সেটাই করে আসছে। আজ দেখলাম, তাদের ছাত্রশিবিরের সমর্থক এমন একটা ফরম দেওয়া হয়েছে এবং আমার ভাই সেখানে নামও লিখেছে। পুরো ক্লাসের ছেলেরাই সেটি (সমর্থক ফরম) লিখেছে।

তিনি আরও লেখেন, আমার ভাই তো ছাত্রশিবির বোঝে না। তাকে দিয়ে এমন লিখিয়ে নেওয়া কতটুকু যৌক্তিক? সে তো কিছুই জানে না!

বিষয়টি নিয়ে ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলার দু’জন নেতার সঙ্গে কথা হয় নিউজ ভিশনের। তারা জানান, বিষয়টি তাদেরও নজরে এসেছে। তবে বিষয়টি তারা ইতিবাচক হিসেবে দেখছে।

“সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তাদের কাছে যাওয়া হয় এবং সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থক ফরম পূরণ করে থাকে। এমনকি এই সমর্থক ফরম অমুসলিম ও মেয়ে শিক্ষার্থীরাও পূরণ করে থাকে। তবে সেটি নিয়ে তারা কোনো ডাটাবেজ সংগ্রহ করে না”।— দাবি এই দুই নেতার।এবং তারা আরও বলেন রোকেয়া আক্তার নামক যে আইডি থেকে সমালোচনা করা হয়েছে সেটা মূলত একটা পেইক আইডি। আমাদের জনপ্রিয়তায় ইর্ষান্মিত হয়ে কিছু দুষ্টুচক্রী মহল আমাদের মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এতে আমাদের কিছুই হবে না ইনশাআল্লাহ।।

136 Views

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সন্ত্রাসী রানা গ্রেফতার।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক !! 

মৌলভীবাজারে তরুণদল এর আহবায়ক কমিটি গঠন : নেতৃত্বে মহসিন-হৃদয়

জামালপুরে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের সাথে আতাত কারি কেউ বিএনপিতে ঢুকতে পারবে না-হযরত আলী।

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

জামালপুরে জনস্বাস্থ্য অধিদপ্তর: ৩৫০ কোটি টাকা উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে চিত্র

কবিতা:- সময় সব জানে, সব খবর রাখে

মৌলভীবাজারে চোরাই পথে আমদানিকৃত ভারতীয় ওষুধসহ আটক ০২

জামালপুরে কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার এক

নাজিরপুরে শিশুদের মাঝে সেইন্ট-বাংলাদেশে’র মশারী বিতরণ