সিফাতুল্লাহ, ষ্টার্ফ রিপোর্টার (শিবগঞ্জ):- “পৃথিবীকে যেমন পেয়েছ তার চেয়ে অধিকতর সুন্দর রেখে যেতে চেষ্টা কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস শিবগঞ্জ উপজেলা আয়োজিত ত্রৈ-বার্ষিক সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউটস সদস্যরা।
উপজেলা স্কাউটের সহ-কমিশনার মনিরুজ্জামানের সঞ্চালনায় আগামী ৩ বছরের জন্য কাউন্সিল গঠন করা হয়। কাউন্সিলে জন্য পদাধিকার উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও সুপারিশকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কমিশনার, উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামকে সম্পাদককে নির্বাচিত করে ২৩ জনের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, তিনজন সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি অনুমোদন দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০