জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে আজ শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ, এর উদ্যোগে এবং শৈলী সমাজ উন্নয়ন সংস্থার পরিবেশ বিষয়ক কার্যক্রম সাস্টেইনেবল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (এসইডিবি) এর সহযোগিতায় বগুড়া আঞ্চলিক যুব কেন্দ্র ক্যাম্পাসের বঙ্গবন্ধু ছায়াবিথীতে ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জনাব বিরাজ চন্দ্র সরকার (উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া)। এসময় উপস্থিত ছিলেন জনাব ইকবাল হক (সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া), জনাব সেলিম উদ্দিন (সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া), জনাব মোঃ মামুন উল হাসান শাওন (নির্বাহী পরিচালক, শৈলী সমাজ উন্নয়ন সংস্থা), জনাব মোঃ আতিক মল্লিক (পরিবেশ বিশেষজ্ঞ, শৈলী সমাজ উন্নয়ন সংস্থা),জনাব মোঃ আরাফাত রহমান (সভাপতি, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর”) এবং তীর এর সদস্য রাকিবুল ইসলাম, সাজ্জাতুল বারী শাওন, মুকিম মাহমুদ তৌফিক সহ আরো অনেকে।