স্টাফ রিপোর্টার(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় শান্তিগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সঈদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, বুরহান উদ্দিন, এম এ কাসেম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক শাহনূর আহমেদ সুলতান ও সদস্য এম এ কাশেম চৌধুরী প্রমুখ৷
সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের খসড়া গঠনতন্ত্র সাধারণ সভায় অনুমোদনের জন্য সভাপতি সামিউল কবির এর নিকট হস্তান্তর করেন প্রণয়ন কমিটির আহবায়ক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সঈদ সহ ৩ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি।
তাছাড়া সভায় প্রেসক্লাবের অর্থ সম্পাদক খালেদ হাসানের বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়৷
এছাড়াও ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন সহ প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।